লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়ার সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র রিফাতের গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে পুলিশ রিফাতের লাশের ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোবাইল কেনা বেচাকে কেন্দ্র করে গত ৬ সেপ্টেম্বর লাহুড়িয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র রিফাতকে (১৫) তার আপন চাচাতো ভাই সোহাগসহ তার সহযোগিরা পরস্পর যোগসাজগে হত্যা করে মধুমতি নদীতে ফেলে দিয়ে গা ঢাকা দেয়। ১২ সেপ্টেম্বর এলাকাবাসী ঘাতক সোহাগকে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করেন। ওই দিনই রিফাতের মা হামিদা বেগম বাদি হয়ে সোহাগসহ ৫ জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। হত্যার ১৩ দিন পর গত বৃহস্পতিবার বিকালে মধুমতি নদীর ইচাখালি এলাকার আমির শেখের জমির চর থেকে নিহত রিফাতের পচা ও গলিত (৪৬ টুকরো) লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশ কে খবর দেয়।

খবর পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিপ্লব কুমার সাহার নেতৃত্বে একদল পুলিশ ও নিহত রিফাতের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে নিহত রিফাতের পরিহিত কাপড় দেখে লাশ সনাক্ত করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিপ্লব কুমার সাহা বলেন, রিফাত হত্যাকান্ডের ঘটনায় আটক সোহাগ ১৩ সেপ্টেম্বর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছেন এবং এজাহার ভূক্ত বাকি আসামীদের আটকের চেষ্টা চলছে।

(আরএম/এটিআর/সেপ্টেম্বর ১৯, ২০১৪)