স্টাফ রিপোর্টার : ইউক্রেনের পূর্বাঞ্চলে সহিংসতা ও এই সংকটকে ঘিরে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তার জন্য রাশিয়াকে দায়ী করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

জন কেরি বলেছেন, গোয়েন্দারা নিশ্চিত যে ইউক্রেনে স্থানীয় জঙ্গীদের সমন্বয় এবং তাদের আর্থিক সহায়তা ও অস্ত্রসস্ত্রের যোগান দিচ্ছে রাশিয়া।

এর আগে রাশিয়া যুক্তরাষ্ট্রকে আহ্বান জানায় তারা যেন ইউক্রেনের পূর্বাঞ্চলে আক্রমণ থেকে কিয়েভকে বিরত রাখে।

ইউক্রেনে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে কিয়েভ সরকার সামরিক অভিযান শুরু করার পর দেশটির সংকট উত্তরনে ব্যর্থতার জন্য যুক্তরাষ্ট্র ও রাশিয়া একে অপরকে দায়ী করছে।

জন কেরি রাশিয়ার সমালোচনা করে বলেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে উত্তেজনা বৃদ্ধির জন্য মস্কোই দায়ী। ইউক্রেন সংকট নিরসনে এই মাসের শুরুতে জেনেভায় যে চুক্তি হয়েছিল মস্কো তা লংঘন করেছে বলেও অভিযোগ করেছেন জন কেরি।

এদিকে রাশিয়ার অভিযোগ করে বলছে, উত্তেজনা থামাতে ওই সমঝোতা মেনে চলছে না ইউক্রেনের অন্তর্বর্তী সরকার।

এর আগে ইউক্রেন সীমান্তে নতুন করে সামরিক মহড়ার নির্দেশ দেয় রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র যেন ইউক্রেনকে সরকারকে চাপ দেয় এবং সেনা প্রত্যাহার করে নেয়।

(ওএস/এটি/এপ্রিল ২৫, ২০১৪)