স্টাফ রিপোর্টার, ঢাকা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কৌশলে মোবাইল ফোন নেওয়ার চেষ্টার অভিযোগে দুজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জুতার তলায় মোবাইল নিয়ে অভিযুক্তরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশের চেষ্টা করে। তবে শুক্রবার বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে তল্লাশির সময়ই তারা ধরা পড়ে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. নূর মোহাম্মাদ বলেন, ‘অভিযুক্তরা ভর্তি জালিয়াতি করেছে বলা যাবে না। তবে তারা যেহেতু জুতার তলায় মুঠোফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেছে, তাই বলা যায় তারা জালিয়াতির চেষ্টা করেছে। তাদেরকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

তাৎক্ষণিক অভিযুক্তদের নাম কিংবা পরিচয় নিশ্চিত করতে পারেননি ড. নূর মোহাম্মাদ।

উল্লেখ্য, ২৭টি পরীক্ষা কেন্দ্রে শুক্রবার বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ‘বি’ ইউনিটের ভর্তি অনুষ্ঠিত হবে।

(ওএস/অ/সেপ্টেম্বর ১৯, ২০১৪)