মাজহারুল হক লিপু, মাগুরা : মাগুরায় উৎপাদনশীলতা এবং মানসম্মত ব্যবস্থাপনা উন্নয়নকল্পে মুলনীতি বিষয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। 

রবিবার সকালে শহরের উৎসব চাইনিজ হোটেল মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আফাজ উদ্দিন। জাতীয় ক্ষুদ্র ও কুঠির শিল্প সমিতি মাগুরার সভাপতি মাহাবুবুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিসিক মাগুরার উপব্যবস্থাপক ফরিদা ইয়াসমিন, মাগুরা চেম্বার অব কর্মাসের পরিচালক তানভির আহম্মেদ রেমন। প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৩৬ জন শিল্প মালিক ও উদ্যোক্তারা অংশ নেন।

কর্মশালায় নিজেদের উৎপাদিত পণ্যের মান বৃদ্ধি, বাজারজাত করণের বিষয়ে শিল্প মালিক ও উদ্যোক্তাদের ধারণা দেয়া হয়।

লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল ও জাতীয় ক্ষুদ্র ও কুঠির শিল্প সমিতি বাংলাদেশ এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

(এম/এসপি/জানুয়ারি ০২, ২০২২)