পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : "মুজিব বর্ষের সফলতা,ঘরেই পাবেন সকল ভাতা!" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচি (সংগ্রাম)আয়োজিত  জাতীয় সমাজসেবা দিবস ২০২২ উপলক্ষে আলোচনসভা অনুষ্ঠিত হয়েছে।

সংগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক চৌধুরী মো.মাসুমের সভাপতিত্বে আয়োজিত উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পাথরঘাটা সদর ইউনিয়নের যুবক আমিটির প্রধান খায়রুল হাসান, পুস্তক প্রকাশনা ব্যবসায়ী সমিতির পরিচালক এবং সংগ্রামের নির্বাহী কমিটির সদস্য আমিনুর রহমান, নিজলাঠিমারা আলিম মাদ্রাসার অব: প্রিন্সিপাল মাও: সিরাজুল ইসলাম, পাথরঘাটা কলেজের অধ্যাপক মো জাহাঙ্গীর হোসাইন, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মো: ফারুক, ইউপি সদস্য আবুল কালাম, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল তালুকদার, প্রধান অতিথির বক্তব্যে সংগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক চৌধুরী মো মাসুম বলেন, যুব সমাজকে সুসংগঠিত করে দেশের কাজে লাগাতে হবে। তাদেরকে বিভিন্ন ভাবে স্বাবলম্বী করে এগিয়ে নিতে হবে। আমি আজকের এই স্থানে এসে একজন সমাজ সেবক হয়েছি। আমার জেলায় আমার চেয়ে অনেক অনেক বেশী টাকার মালিক আছেন। কিন্তু তাদের মানসিক অবস্থার পরিবর্তন হয়নি বলে এমন সমাজসেবায় তারা আত্মনিয়োগ করতে পারছেনা।

(এটি/এএস/জানুয়ারি ০২, ২০২২)