সঞ্জিব দাস, গলাচিপা : পটুয়াখালীর গলাচিপায় নতুন বই হাতে পেয়ে শিশু শিক্ষার্থীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। বিদ্যালয়ে এসেছে খালি হাতে, নতুন বই নিয়ে বাড়ি ফিরেছে শিশুরা। বুকে আগলে রাখছে বই। আর তারা নতুন বইয়ের ঘ্রাণ শুকছে। মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বই উৎসব না হলেও বছরের প্রথমদিন উপজেলার অধিকাংশ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনেই ওইসব শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যায়গুলোতে ৩৫ হাজার ৯ শত ৬৪ জন ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বছরে নতুন বই বিতরণ করা হয়েছে। শনিবার ও রবিবার সকালে গলাচিপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের তালা খোলার আগেই বিদ্যালয় মাঠে এসে ভীড় করছে বিভিন্ন শ্রেণীর শিশু শিক্ষার্থীরা। ক্লাসে ঢুকে তারা বই হাতে পেয়ে পাতা উল্টে গল্প, কবিতা একে অপরকে দেখাচ্ছে। আবার নতুন বই হাতে নিয়ে বিদ্যালয় মাঠে খুশিতে ছোটাছুটি করছে। শনিবার বই সংগ্রহ করতে না পারা অনেক শিক্ষার্থীদের রবিবার বিদ্যালয়ে বই নিতে আসতে দেখা গেছে।

গলাচিপা এন জেড মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আল-আদিয়াত এর সাথে কথা হলে সে বলে, আমি এ বছর বার্ষিক পরীক্ষায় প্রথম হয়েছি। এখন নতুন বই পেয়ে খুব ভালো লাগছে। বাবাকে বলব বই সেলাই করে দিতে। প্রতিটি বিদ্যালয় ঘুরে দেখা গেয়ে বই নিয়ে শিক্ষার্থীদের আনন্দ উল্লাসের চিত্র।

এ বিষয়ে ১৯নং নলুয়াবাগী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রিমা আকতার বলেন, ছেলে-মেয়েরা নতুন বই পেয়ে অনেক খুশি হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম বলেন, গলাচিপা উপজেলায় ৩৫ হাজার ৯ শত ৬৪ জন প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মস্তফা বলেন, এ উপজেলায় মাধ্যমিক, কারিগরি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বই বিতারণ করা হয়েছে।

(এসডি/এএস/জানুয়ারি ০২, ২০২২)