স্টাফ রিপোর্টার : চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে দেখতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হুসেইন মুহম্মদ এরশাদ গুলশানের ইউনাইটেড হাসপাতালে রুহুল আমিন হাওলাদারকে দেখতে যান। এ সময় এরশাদ হাওলাদারের চিকিৎসকদের কাছ থেকে শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও শয্যাপাশে সময় কাটান।

জাপার সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার ইউনাইটেড হাসপাতালের ৫১৭ নম্বর কক্ষে ডা. ফাওয়াজের তত্ত্বাবধানে রয়েছেন।

এর আগে শুক্রবার রাতে হাওলাদারকে দেখতে হাসাপাতালে যান জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ঢাকা মহানগর উত্তর জাপার সভাপতি এস এম ফয়শল চিশতী, সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাবুল প্রমুখ।

প্রসঙ্গত, বুকে ও পেটে তীব্র ব্যথা অনুভূত হওয়ায় বৃহস্পতিবার দুপুর থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন এ বি এম রুহুল আমিন হাওলাদার।

শনিবার ডা. ফাওয়াজ, ডা. মোমিনুজ্জামান, ডা. কায়সার ও ডা. নাভিদ জায়েরের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হবে। এর পর তার চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন ইউরোলোজিস্ট ডা. ফাওয়াজ।

(ওএস/এইচআর/এপ্রিল ২৫, ০১৪)