নড়াইল প্রতিনিধি : নড়াইলে শুরু হয়েছে ৪দিন ব্যাপী আয়কর মেলা। ‘আয়করে প্রবৃদ্ধি দেশ ও দশের সমৃদ্ধি, সবাই মিলে দেব কর দেশ হবে স্বনির্ভর’’ এ শ্লোগানকে সামনে রেখে কর অঞ্চল খুলনার উদ্যোগে আলাদাতপুরে অফিস চত্বরে এ মেলার আয়োজন করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মোঃ মঞ্জুর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস, শ্রেষ্ঠ করদাতা নড়াইল চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাষ্ট্রিজের সহসভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান।

জনসাধারণের মধ্যে আয়কর বার্তা পৌঁছে দেয়া, করনেট সম্প্রসারণ, কর প্রদান কার্যক্রম সহজ করার লক্ষ্যে ও কর প্রদানে জনগণকে উৎসাহিত করতে এ মেলা চলবে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

(টিএআর/এটিআর/সেপ্টেম্বর ১৯, ২০১৪)