সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  কাজি মোঃ আবদুর রহমান বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ। তিনি বলেন, কোন প্রকার গুজবে কান দেবেননা। যদি কেউ আবেগের বসে বলে থাকেন, ভোট কেন্দ্রে কেন্দ্রে গননা করতে দেয়া হবে না অথবা ব্যালট টেবিলের উপর রেখে সিল মারা হবে, তা হবে সম্পূর্ণ অমূলক মিথ্যা ও বানোয়াট। তিনি প্রশ্ন রেখে বলেন, কেন্দ্রে কেন্দ্রে ভোট গননা না করা, টেবিলের উপর সিল মারা, একজনের ভোট অন্য জনে দেওয়া তা কী নির্বাচনের বিধি মালায় আছে? তা যদি না থাকে সে ক্ষেত্রে কোন আজগুবি কথায় কান না দিয়ে সুষ্ঠু ভাবে নির্বাচনের চিন্তা করুন। নির্বাচন হবে শতভাগ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ। নির্বাচন সুষ্ঠু ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইন উদ্দিন খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেত্রকোণা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সি।

তিনি তার বক্তব্যে বলেন, নির্বাচনী মাঠে নামলে প্রার্থীদের আচার আচরন কেমন তা জনগণ বুঝেই ভোট দেন। নির্বাচনে কোন প্রকার বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। একজনের ভোট অন্য জনে দিতে পারবেনা। কেন্দ্রে কেন্দ্রেই ভোট গননা করে ফল ঘোষনা করা হবে। এ ক্ষেত্রে কোন বাঁধা আমরা মানবনা। সকলে মিলেই একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন আমরা জনগণকে উপহার দিতে চাই। নির্বাচন সুষ্ঠু করার জন্য যা যা করার দরকার সব বিষয়েই সরকারের পক্ষ থেকে প্রস্তুতি নেয়া হয়েছে। মনে রাখবেন, কেন্দ্রে ১ জন বা ২ জন পুলিশ বা আনসার দেখে অবহেলা করবেন না, ১ জন পুলিশের পিছনে সরকার আছে সারা পুলিশ বাহিনী আছে, বা আনসারের পিছনেয় সারা আনসার বাহিনী আছে। সুতরাং অবহেলা করলে ভুল হবে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান প্রার্থীগণ। মতবিনিময় সভায় ১৩টি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীরাই তাদের নির্বাচনী কাজে বাধার কথা তুলে ধরে তা সমাধানকল্পে সুষ্ঠু নির্বাচনের দাবী জানান।

(এসবি/এসপি/জানুয়ারি ০৩, ২০২২)