সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : তৃতীয় ধাপে অনুষ্ঠিত হয়ে যাওয়া ইউপি নির্বাচনে কিশোরগঞ্জর কুলিয়ারচর উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

৩ জানুয়ারি সোমবার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. এনামুল হক আবু বাক্কার, ৪নং উছমানপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. নিজাম ক্বারী, ৫নং ছয়সূতী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, ৬নং সালুয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম ও ৭নং ফরিদপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আজিজ উল্লাহকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এছাড়া একই দিন নিকলী উপজেলার ৭টি ইউনিয়ন ও সদর উপজেলার ১০টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেন।

উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূঁইয়া জনি, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, নিকলী উপজেলা নির্বাহী অফিসার প্রীতিলতা বর্মন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী প্রমুখ।

ওইদিন সোমবার বিকালে কুলিয়ারচর উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ১৫ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৪৫ জন সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াৎ ফেরদৌসী।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তুফা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মুশফিকুর রহমান, ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. এনামুল হক আবু বাক্কার, ৪নং উছমানপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. নিজাম ক্বারী, ৫নং ছয়সূতী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, ৬নং সালুয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম ও ৭নং ফরিদপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আজিজ উল্লাহসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

(এসএস/এএস/জানুয়ারি ০৪, ২০২২)