মদন প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৫নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক, দানবীর, শিক্ষানুরাগী খেলন পাঠানকে ইউপি সদস্য হিসেবে দেখতে চায় এলাকাবাসী। তিনি ওই ওয়াডের্র সাধারণ জনগণের বিভিন্ন ধরনের সেবা ও সহযোগিতা করে আসছেন। উন্নয়নে বিকল্প প্রার্থীকে ভাবতে পারছেনা ভোটাররা। আসন্ন ৫ম ধাপে ইউপি নির্বাচনে ইউপি সদস্য হিসেবে তাকে নির্বাচিত করার জন্য ইতিমধ্যে জল্পনা কল্পনা শুরু হয়েছে। প্রার্থী খেলন পাঠান জানান, তার প্রতীক মোরগ, তিনি প্রতিদিন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন এবং ব্যপক সাড়া পেয়েছেন। তিনি জন সমর্থনে এগিয়ে রয়েছেন। অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে শত ভাগ বিজয় লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি সৎ, মার্জিত, ভদ্র স্বভাবী হওয়ায় তার কোন বিকল্প প্রার্থী খুজে পাচ্ছেনা ওয়ার্ডবাসী।

কয়েকজন প্রবীণ ব্যক্তি রমজান আলী, ইসলাম উদ্দিন, আঃ মন্নাফ, বকুল মিয়া, মোতালিব মিয়া,ফজু রহমান, আনছু মিয়ার সাথে কথা বললে তারা জানান, ৫নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে তিনজন প্রার্থী। রাজতলা, গাবরতলা ও চন্দ্রতলা গ্রাম নিয়ে এই ওয়ার্ডটি গঠিত। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৯৯৯, রাজতলায় ৬৩৬ ভোট, গাবরতলায় ৬৭২ ভোট, চন্দ্রতলায় ৬৯১টি ভোট। যেহেতু চন্দ্রতলায় ২ জন প্রার্থী নাজমুল হাসান গোলাপ (ফুটবল) ও আইনুল ইসলাম উনু(তালা) প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং খেলন পাঠান রাজতলা গ্রামের একক প্রার্থী। ভোটের জরিপেও সে এগিয়ে। তাছাড়া তিনি একজন যোগ্য লোক। সে নির্বাচিত হলে এলাকায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত এবং রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যপক উন্নয়ন হবে। তিনি নির্বাচিত হলে এলাকা অপরাধ মুক্ত থাকবে এবং সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় অব্যাহত থাকবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গিকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে অগ্রনী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

(এম/এসপি/জানুয়ারি ০৪, ২০২২)