রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মেলান্দহ, ইসলামপুর ও সদর উপজেলার ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ২৫ জন চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে সদর উপজেলার ১৪ ইউনিয়নের ১৬৮ জন মেম্বারেরও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জামালপুর সদর উপজেলার ১৪ জন, মেলান্দহ উপজেলার ৬ জন ও ইসলামপুর উপজেলার ৫ জন নির্বাচিত চেয়ারম্যানকে শপথ পাঠ করান জেলা প্রশাসক মুর্শেদা জামান।

শপথ নেয়ার পর নবনির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিলরুবা আহমেদ, স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক মাহমুদা বেগম প্রমুখ।

জেলা প্রশাসক মুর্শেদা জামান নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, সরকারের গৃহীত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নসহ তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। দুর্নীতিমুক্ত দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। জনগণের দুঃখকষ্টে আপনাদেরকে পাশে দাঁড়াতে হবে।

অন্যদিকে, দুপুর ১২ টায় উপজেলা পরিষদ কার্যালয়ের ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন এমপি অডিটোরিয়ামে সদর উপজেলার ১৪ ইউনিয়নের ১৬৮ জন সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের নির্বাচিত মেম্বারকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, এসিল্যান্ড তাহমিনা আক্তার প্রমুখ।

(আরআর/এসপি/জানুয়ারি ০৪, ২০২২)