নূরুল আমিন খোকন, ফেনী : চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফেনী জেলার সোনাগাজী উপজেলায় জামানত হারিয়েছেন ৩৬৪ জন, এর মধ্যে ১৪ চেয়ারম্যান প্রার্থী এবং ৩৫০ জন মেম্বার প্রার্থী রয়েছেন।

জামানত হারানো চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ১ নং চরমজলিশপুর ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী এম এ তাহের, আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী জহিরুল হক রতন, ২ নং বগাদানা ইউনিয়নে জাতীয় পার্টির মিজানুর রহমান, ৬ নং চরচান্দিয়া ইউনিয়নে ইসলামী আন্দোলনের প্রার্থী আবদুর রহমান, জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী মফিজুল হক পাটোয়ারী, আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী দীন মোহাম্মদ ও আবু ইউছুপ, ৭ নং সোনাগাজী সদর ইউনিয়নে ইসলামী আন্দোলনের প্রার্থী ফখরুদ্দিন ও আবদুল মোমিন (স্বতন্ত্র), ৮ নং আমিরাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ফয়েজুল ইসলাম সেলিম, ৯ নং নবাবপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মুছা খান শাহজাহান, জাতীয় পার্টির শেখ মাসুদ, আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী জামশেদ আলম ও গিয়াস উদ্দিন ভূঞা, চেয়ারম্যান প্রার্থীদের সাথে জামানত হারিয়েছেন আরও ৩৫০ জন সংরক্ষিত নারী ও সাধারণ ওয়ার্ডের মেম্বার প্রার্থী।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর সোনাগাজী উপজেলায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮টিতে আওয়ামী লীগ প্রার্থী এবং একটিতে বিএনপির (স্বতন্ত্র) প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাইনুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে জামানত বাজেয়াপ্তের বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে।

(এনকে/এসপি/জানুয়ারি ০৪, ২০২২)