এসকে সুলতান, আশুলিয়া : সাভারের আশুলিয়ায় নির্বাচন কেন্দ্র পরিদর্শনের সময় নৌকার প্রার্থীর ওপর বিদ্রোহী প্রার্থীদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (০৫ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার গৌরীপুর কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।

এসময় প্রতিপক্ষ আনারস ও ঘোড়া মার্কার কর্মীরা একত্র হয়ে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. শাহাব উদ্দিন ও তার অর্ধ শতাধিক কর্মীকে পিটিয়ে আহত করেছেন।

স্থানীয়রা জানান, দুপুরে নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব মো. শাহাব উদ্দিন মাদবর গরীবপুর কেন্দ্র পরিদর্শন করতে গেলে আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী রাজু আহমেদ পাঁচ শতাধিক লোকজন নিয়ে অতর্কিতভাবে হামলা চালান শাহাব উদ্দিন মাদবরের উপর। এ সময় আহত হয় শাহাব উদ্দিন মাদবরের অন্তত অর্ধ শতাধিক নেতাকর্মী। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুরো এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. শাহাব উদ্দিন বলেন, আমি ভোটরে পরিস্থিতি দেখতে গেছিলাম। এসময় আমার উপর আনারস মার্কার কার্ড ধারী কিছু লোকজন হামলা করে। মারধরও করে।

এ বিষয়ে আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী রাজু আহমেদ বলেন, আমি এসব কিছু জানি না। সে এসব মিথ্যা বলছে।

(এসকেএস/এসপি/জানুয়ারি ০৫, ২০২২)