আন্তর্জাতিক ডেস্ক : জাপানি রোবট আসিমোর অভিনন্দনে মুগ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামাকে কাছে পেয়েই আসিমো বলে উঠলো- নাইস টু মিট ইউ। অর্থাৎ আপনার সঙ্গে সাক্ষাত হয়ে ভাল লাগছে। জবাবে ওবামাও বলে উঠলেন- নাইস টু মিট ইউ টু।

গতকাল বারাক ওবামা জাপান সফরকালে টোকিওতে ন্যাশনাল মিউজিয়াম অব ইমার্জিং সায়েন্স অ্যান্ড ইনোভেশন দেখতে যান। এ সময় তাকে স্বাগত জানায় মানবীয় রোবট আসিমো। সে দৌড়াতে ও লাফাতে পারে। তাকে দেখে মানুষ আর রোবটের মধ্যে পার্থক্য বের করা খুবই কঠিন। আসিমোর এমন আতিথেয়তায় মুগ্ধ হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

আসিমো রোবটকে তৈরি করেছে হোন্ডা কোম্পানি। তাকে পরিয়ে রাখা হয়েছিল নভোচারীর পোশাক। আসিমো ১০ বছর বয়সী একটি শিশুর সমান।

(ওএস/এটি/এপ্রিল ২৫, ২০১৪)