মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : প্রঞ্চম ধাপে অনুষ্ঠিত মৌলভীবাজার জেলার পর্যটন উপজেলা শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১৮টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে প্রচন্ড শীত আর ঘন কুয়াশার মধ্যে দিয়ে শুরু হয় ভোট গ্রহন,চলে বিকাল ৪টা পর্যন্ত।

সরেজমিন কমলগঞ্জের রহিমপুর ইউনিয়ন ও মুন্সিবাজার ইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়নের ভোট কেন্দ্র ঘুরে দেখা যায় কেন্দ্র গুলোতে পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটার উপস্থিতি অনেক বেশি। তবে দুপুরের দিকে অনেক কেন্দ্রেই ভোটার উপস্থিতি অনেকটা স্বাভাবিক। কেন্দ্র গুলোতে ভোটাররা বেশ উৎসাহ উদ্দীপনা নিয়েই ভোট দিয়েছেন। কোন কেন্দ্রেই ভোট গ্রহন চলা অবস্থায় কোন বিশৃঙ্খল পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বর্তমানে ভোট কেন্দ্র গুলোতে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে চলছে শেষ মুহূর্তের গননা।

পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কমলগঞ্জের ৯টি ও শ্রীমঙ্গল উপজেলার ৯টি সহ দুই উপজেলার ১৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৭৯ জন, সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।

এদিকে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণের লক্ষ্যে ভোট কেন্দ্রে আইন শৃংখলাবাহিনী তৎপরতা ছিল লক্ষ্যনীয়।

(একে/এসপি/জানুয়ারি ০৫, ২০২২)