স্টাফ রিপোর্টার : স্বর্ণের বারসহ বাহার নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

দুবাই থেকে ইকে-৫৮২ ফ্লাইটযোগে শুক্রবার সকাল সাড়ে ৮টায় ওই যাত্রী ঢাকা এলে তাকে আটক করা হয়। তার পায়ে পরিহিত এবং ব্যাগের মধ্যে থাকা দুই জোড়া স্যান্ডেলের মধ্য থেকে ৫টি করে মোট ২০টি বার পাওয়া যায়। বাকি ৮টি বার ছিল তার ব্যাগে।

বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের পরিদর্শক কাজী আক্তারুজামান জানান, তিনটি পাসপোর্টধারী বাহার নামের ওই যাত্রী বিভিন্ন সময় বিদেশে যাওয়া-আসা করেন। শুক্রবার সকালে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক হলে তাকে তল্লাশি করা হয়।

তিনি জানান, এ সময় তার জিম্মায় থাকা ২৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এগুলোর ওজন ৩ কেজি ২৬৫ গ্রাম, যার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

অটক বাহারের গ্রামের বাড়ি কুমিল্লায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কাজী আক্তারুজ্জামান।

(ওএস/এইচআর/এপ্রিল ২৫, ০১৪)