রবিউল ইসলাম, গাইবান্ধা : অবশেষে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন নিলাম স্থগিত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করলেন খামার জামিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক আরজুমান ফারজানাকে। 

জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৮নং মনোহরপুর ইউনিয়নের খামার জামিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি দরপত্র (নিলাম) ছাড়াই ২টি রুম ভেঙ্গে ফেলার ঘটনাটি বিভিন্ন পত্র-পত্রিকায় সহ সোস্যাল মিডিয়ায় খবরটি প্রকাশিত হলে উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষককে ডেকে ঘটনার সত্যতা প্রমাণ পাওয়ায় ৬ জানুযারি-২০২২ বিদ্যালয়ের ভবনটির সরকারি দরপত্র (নিলাম) স্থগিত করেন। সম্প্রতি উক্ত বিদ্যালয়ের পুরাতন ভবনটি নিলামের জন্য দরপত্র প্রকাশ করা হয়। সরকারী নিয়ম অনুযায়ী ডাক না হওয়ায় পরবর্তীতে ডাকের জন্য সময় নির্ধারণ করা হয় কিন্তু স্বল্প মূল্যে সু-কৌশলে ডেকে নেওয়ার জন্য বিদ্যালয়ের সভাপতি এলাকায় নিলাম হওয়ার গুজব ছড়িয়ে সময়ের আগেই পুরাতন ভবনের দুটি কক্ষ ভেঙ্গে ফেলা হয়। বিভিন্ন পত্রিকা ও সোস্যাল মিডিয়ায় খবর প্রকাশের পর পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন ৬ জানুয়ারি বিকেলে নিলাম স্থগিত করে বিদ্যালয়ের সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক আঃ ছোবাহান ও বর্তমান প্রধান শিক্ষক আরজুমান ফারজানা সাথী-কে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ প্রদান করেন।

(আর/এসপি/জানুয়ারি ০৬, ২০২২)