স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় গাড়ি চালিয়ে যাওয়ার নামে নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তি নিহত হয়েছে। তার নাম নুরুল ইসলাম (৩৮)।

শুক্রবার বিকেলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে নুরুল ইসলাম অচেতন হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টায় তার মৃত্যু হয়।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

একই গাড়িতে থাকা নুরুল ইসলামের দুই বন্ধু মামুন ও রফিক জানান, তাদের এক বন্ধু শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি। তাকে দেখতে যাওযার জন্য নুরুল ইসলামসহ ৪ জন শ্যামলী যাচ্ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন নুরুল ইসলাম। পথে যাত্রাবাড়ী কাজলা পুকুরপাড় এলে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুর পাড়ে পড়ে যায়।

এতে নুরুল অচেতন হয়ে পড়েন। দ্রুত তাকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিক ও পরে ঢামেকে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে তাদের বক্তব্য শুনে কর্তব্যরত চিকিৎসক লাশের ময়নাতদন্তের নির্দেশ দেন বলে তারা জানান।

এদিকে সংবাদ পেয়ে মৃতের স্ত্রী বিউটি আক্তার ঢামেকে আসেন। তিনি অভিযোগ করেন, তার স্বামীর অনেক শত্রু রয়েছে। তাকে মারধর করে হত্যা করা হয়েছে।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ১৯, ২০১৪)