কলাপাড়া প্রতিনিধি : প্রাকৃতিক বর্জ্য,পলিথিন ও মানিষের সৃষ্টি দূষনে পটুয়াখালীর কুয়াকাটা সৈকত ময়লা আবর্জনার জঞ্জালে পরিনত হয়েছে। তাই সুস্থ্য পরিবেশে বিনোদনে এ দাবিতে কুয়াকাটা সৈকতে পরিচ্ছনতা কার্যক্রম করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপ।

শুক্রবার দুপুরে বীচ ক্লিনিং এর আয়োজনে সমুদ্রকে পরিস্কার রাখি, দূষণমুক্ত দেশ গড়ি এ শ্লোগান নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকত দূষণমুক্ত কার্যক্রম শুরু হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক এর সভাপতিত্বে ও আবু হানিফের সঞ্চালনায় বীচ ক্লিন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন হাওলাদার, কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের পরিদর্শক এস এম মিজানুর রহমান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফজলুল হক, জেলা রোভার স্কাউটের সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক জাহাঙ্গীর আলম, শাকিলা ইয়াসমিন প্রমুখ।

এরআগে কুয়াকাটা সৈকত পরিস্কার পরিচ্ছনতার লক্ষে ব্যবসায়ী ও পর্যটকদের সচেতনতার লক্ষে সৈকতের জিড়ো পয়েন্ট থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা কুয়াকাটা পৌর শহর প্রদক্ষিণ করে সৈকতর এসে শেষ হয়। এরপর রোভার স্কাউট, ব্লু গার্ড, টোয়াক ও পর্যটকদের সমন্বয়ে সৈকতের প্রায় দুই কিলোমিটার এলাকার সকল বর্জ্য অপসারণ করা হয়।

এ সময় প্লাকার্ড হাতে পর্যটকদের সচেতনতার জন্য জীব বৈচিত্র রক্ষায় পলিথিন ও প্লাষ্টিক ব্যবহারে সচেতন হওয়ার আহবান জানানো হয়।

(এমকে/এসপি/জানুয়ারি ০৭, ২০২২)