রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটি সুযোগ্য পুলিশ সুপার জনাব মীর মোদ্‌দাছ্‌ছের হোসেনের উদ্যোগে গত ৬ জানুয়ারি প্রথম বারের মতো পুলিশ এসআই ও সার্জেন্টদের জন্য বডি ওর্ন ক্যামেরা চালু করেছেন। 

পুলিশের কাজের সচ্ছতা, জবাবদিহিতাও পুলিশিং কাজের গতিশীলতা আরো বাড়ানোর লক্ষ্যে চালু হলো এই বডি ওর্ন ক্যামেরা। এখন থেকে পুলিশের ডিউটিকালীন সময়ে তাদের বডিতে থাকবে বডি ওর্ন ক্যামেরা। নিজের কাজের জবাবদিহিতা ও ডিউটিকালীন সময়ে কাজের সচ্ছতা নিশ্চিত করতে এই উদ্যোগ।

রাঙামাটি পুলিশ সুপার জনাব মীর মোদ্‌দাছ্‌ছের হোসেন জানান, প্রতিটি ক্যামেরাই ৪০ মেগা পিক্সেলের। এটি একবার চার্জ দিয়ে ১২ ঘণ্টার অধিক সময় ফুল এইচডি (হাই ডেফিনেশন) ভিডিও রেকর্ডিং করা যাবে। ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যাবে, ওয়াইফাই এবং থ্রিজি, ফোরজি ও জিপিএস নেটওয়ার্ক প্রযুক্তির মাধ্যমে সরাসরি যেকোনো স্থানে বসেই সবকিছু তদারকি করা যাবে। এছাড়া ‘বডি ওর্ন’ ক্যামেরায় সহজেই অডিও ধারণসহ স্টিল ছবিও ক্যাপচার করা যায়। জিপিএস প্রযুক্তির মাধ্যমে পুলিশ কন্ট্রোলরুম থেকে বা যেকোনো স্থানে বসেই ক্যামেরার সবকিছু তদারকি করা যাবে।

তিনি আরও বলেন, টহল, চেকপোস্ট পরিচালনাসহ যেকোনো অভিযানে যাওয়া পুলিশ সদস্যরা আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই ‘বডি ওর্ন’ ক্যামেরা ব্যবহার করা হবে। এর মাধ্যমে ঘটনার প্রকৃত চিত্র উদঘাটনের পাশাপাশি পুলিশ সদস্যদের আচরণ ও গতিবিধি নজরদারির মধ্যে আনা যাবে।সেসময় অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/জানুয়ারি ০৭, ২০২২)