আশুলিয়া প্রতিনিধি : মেডিকেল ও ডেন্টাল ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী'র ৪০তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) ঢাকায় সন্ধানী ভবনের শহীদ শিশির মিলনায়তনে সন্ধানী কেন্দ্রীয় পরিষদের আয়োজনে এবং সন্ধানী ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিটের সহযোগিতায় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

'রক্তদানে অর্জিত হোক নতুন কোন আলো, চক্ষুদানের স্পন্দনে ঘুচিত হোক কালো' প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মেলনে সারাদেশ থেকে আগত সন্ধানীর ২০টি মেডিকেল কলেজ ইউনিট অংশগ্রহণ করে।

সম্মেলনে উপস্থিত সকল সন্ধানীয়ানদের সর্বসম্মতিক্রমে ২০২১-২০২২ সেশনের সন্ধানী কেন্দ্রীয় পরিষদ গঠন করা হয়। ২০২১-২২ সেশনের সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সভাপতি পদে সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিটের কেন্দ্রীয় প্রতিনিধি আব্দুর রউফ উল্লাস, সাধারণ সম্পাদক পদে সন্ধানী ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিটের কেন্দ্রীয় প্রতিনিধি শামীম রেজা এবং সাংগঠনিক সম্পাদক পদে সন্ধানী বাংলাদেশ মেডিকেল কলেজ ইউনিটের কেন্দ্রীয় প্রতিনিধি আতিকুর রহমান রুবেল নির্বাচিত হন।

উৎসবমুখর পরিবেশে পূর্ববর্তী কমিটির সদস্যরা নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে। নতুন কমিটি সবাইকে স্বাগত জাগিয়ে করোনা পরিস্থিতিতে ভেদাভেদ ভুলে সবার সুস্বাস্থ্য ও পরস্পর সম্প্রতির কামনায় সম্মেলনের সমাপ্তি ঘোষণা করে।

উল্লেখ, মেডিকেল ও ডেন্টাল ছাত্র-ছাত্রী দ্বারা পরিচালিত স্বাধীনতা পদক প্রাপ্ত দেশের একমাত্র স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী। সন্ধানী কেন্দ্রীয় পরিষদের অধীনে সারাবাংলাদেশে সন্ধানীর সকল ইউনিট পরিচালিত হয়।

(এসকেএস/এসপি/জানুয়ারি ০৭, ২০২২)