রংপুর প্রতিনিধি : রংপুরে জাতীয় পার্টির (জাপা) দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে। ফলে সংঘর্ষের আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নবগঠিত জেলা ও মহানগর কমিটি এবং দল থেকে বহিষ্কৃত নেতা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার অনুসারীরা শনিবার একই সময়ে, একই স্থানে সমাবেশ আহ্বান করে।

এ কারণে জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ রংপুর পাবলিক লাইব্রেরি ও এর আশপাশ এলাকায় সম্ভাব্য রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে শনিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।

তিনি জানান, জাতীয় পার্টির দুটি গ্রুপ একই সময়ে, একই স্থানে সমাবেশ আহ্বান করায় প্রশাসন সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয়েছে।

এদিকে, পাবলিক লাইব্রেরি মাঠ ও এর আশপাশ এলাকায় এই ধারা জারি হওয়ায় পুলিশ প্রশাসন ওই মাঠের নিয়ন্ত্রণ নিয়েছে।

কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, শুক্রবার রাত ১২টার পর থেকে পাবলিক লাইব্রেরি মাঠের নিয়ন্ত্রণ নিয়েছে জেলা পুলিশ।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ২০, ২০১৪)