ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ঈশ্বরগঞ্জে ১২-১৮+ শিক্ষার্থীদের কোভিট-১৯ প্রতিরোধে ফাইজার টিকা প্রদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রখম দিনে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার শিক্ষার্থীকে ফাইজার টিকা প্রদান করা হয়। 

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.নূরুল হুদা খান, আর এমও ডা.তারেকুজ্জামান সোহাগ, এমওডিসি ডা. ফয়সাল, ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুল আলম, প্রেসক্লাব সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, চরজিতর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মিসবাহ উদ্দিন, ইপিআই টেকনিশিয়ান সাইফুল ইসলাম প্রমুখ।

(এন/এসপি/জানুয়ারি ০৮, ২০২২)