স্টাফ রিপোর্টার : বাংলাদেশের রাজনৈতিক ও গণতন্ত্রের সংকট উত্তরণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সহযোগী সংগঠন ঐক্য পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ সকল রাজনৈতিক নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের জন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সময়ের দাবিতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন মাহবুবুর রহমান।

মাহবুবুর রহমান বলেন, দশম সংসদ অত্যন্ত দুর্বল সংসদ। এই সংসদের প্রতিনিধিরা জনগণের রায় নিয়ে আসেননি। তারা জনগণের আশা ও আকাঙ্খা পূরণ করতে পারবে না। সুতরাং তাদের ক্ষমতায় থাকার সাংবিধানিক অধিকার নেই।

তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সরকারের নতজানুর পররাষ্ট্র নীতির কারণে আমরা তিস্তার ন্যায্য হিস্যা পাচ্ছি না। তিস্তা এখন শুষ্ক বালুচর। তবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে ভারতের সাথে চুক্তির মাধ্যমে তিস্তার ন্যায্য পানি পাওয়া সম্ভব বলে মত দেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি মেজর (অব.) মো. হানিফের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মো. আবু জাফর, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সংগঠনের সাধারণ সম্পাদক কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

(ওএস/এটিিএপ্রিল ২৫, ২০১৪)