সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : মৌলিক স্বাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) উপ-আনুষ্ঠানিক শিক্ষাব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অধিনে ৯ ডিসেম্বর থেকে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়নে কার্যক্রম শুরু হয়েছে। মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের কার্যক্রমকে আরো গতিশীল করতে এই প্রকল্পের সুপারভাইজারদের সঙ্গে আরবানের নির্বাহী পরিচালক সৈয়দ আরিফুজ্জামান মাসুমের এক মতবিনিময় সভা শনিবার বেলা ২ টায় অনুষ্টিত হয়।

কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবে এ মতবিনিময় সভায় প্রকল্পের কার্যক্রমকে দ্রুত গতিতে এগিয়ে নিতে বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ দেন আরবানের নির্বাহী পরিচালক সৈয়দ আরিফুজ্জামান মাসুম, কো-অর্ডিনেটর মোঃ আবুল আরশাদ, সুপারভাইজারদের টিম লিডার আবুল কাশেম আকন্দ ও আরবানের হিতৈষি কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি চারন সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা।

এসময় সুপারভাইজারদের মধ্যে উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন, গন্ডা ইউনিয়নের সুপারভাইজার এ.এস শামিম, পাইকুরার রফিকুল ইসলাম বাদল, সান্দিকোনার তৌহিদুল ইসলাম তুহিন, আশুজিয়া এসএফ ফারুক আহম্মেদ, গড়াডোবার মোঃ মোশাররফ হোসেন, বলাইশিমুলের জাহারুল ইসলাম, দলপার মনোয়ারুল আলম, নওপাড়ার মেহেদি হাসান, রোয়াইলবাড়ির শাহজালাল আহম্মেদ শরিফ ও কেন্দুয়া পৌরসভার জাহাঙ্গীর আলম প্রমুখ।

কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়নে ৩শ ৬০টি কেন্দ্রে মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের কার্যক্রম চালু হওয়ার লক্ষ্যে গত ৯ ডিসেম্বর এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ৩ শ ৬০টি কেন্দ্রে ৭২০জন শিক্ষক শিক্ষিকা ২১ হাজার ৬শ শিক্ষার্থীদের নিয়ে উপ-আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু করবেন।

নির্বাহী পরিচালক তার বক্তব্যে তিনি বলেন, ৬ মাসের এই প্রকল্পের ভালো কার্যক্রমের উপর নির্ভর করছে আগামী দিনের আরো নতুন প্রকল্পের কার্যক্রম কেন্দুয়ায় যুক্ত হওয়া। তিনি সকলকে সততা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করার আহবান জানান।

(এসবি/এসপি/জানুয়ারি ০৮, ২০২২)