সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : স্বাধীনতার পর প্রতিদ্বন্ধি প্রার্থীর চেয়ে ২হাজার ৪৩৫ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে মোজাফরপুর ইউনিয়নে ইতিহাস গড়লেন মুহাম্মদ জাকির আলম ভূঞা। গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নৌকা প্রতীকে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ জাকির আলম ভূঞা ৯টি কেন্দ্রে পেয়েছেন, ৮ হাজার ৬৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ফারহানা আফরোজ হ্যাপী পেয়েছেন, ৬ হাজার ২৩১ ভোট। 

এই ইউনিয়নের সচেতন মহলের দাবি মোজাফরপুর গ্রাম থেকে কোন চেয়ারম্যান প্রার্থী হয়ে স্বাধীনতার ৫০ বছরের ইতিহাসে মুহাম্মদ জাকির আলম ভূঞাই প্রথম নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পর তিনি নিজ গ্রাম মোজাফরপুর সহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ঘরে ঘরে গিয়ে কর্মী সমর্থক ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন।

এসময় তিনি গ্রামের সাধারন মানুষকে অভিনন্দন জানিয়ে বলেন, শাসক নয় আপনাদের সেবক হতেই শিক্ষকতার পেশার চাকরি ছেড়ে দিয়ে জনসেবা করতে এসেছি। আপনাদের ভোট ও ভালোবাসার কাছে আমি চিরঋণী। জাকির আলম ভূঞা আরো বলেন, ৫ম বার্ষিকী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে ইউনিয়নের রাস্তাঘাট ব্রীজ কালবার্ট ও শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রীক উন্নয়ন করা হবে।

তিনি সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠানের স্থানীয় এম.পি অসীম কুমার উকিল তার সহধর্মিনী বাংলাদেশ যুব মহিলালীগের সাধারন সম্পাদক অধ্যাপক অপু উকিল, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইন উদ্দিন খন্দকার থানার ওসি কাজী মোঃ শাহনেওয়াজ সহ নির্বাচনের দায়িত্বে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার সহ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

জাকির আলম ইউনিয়নের সকল জনগনের উদ্দেশ্যে বলেন, আপনার সকল প্রকার সমস্যা সরাসরি আমাকে জানাবেন, আমি আমার সাধ্যমত সহযোগিতা দিয়ে তা সমাধান করার চেষ্ঠা করব। তিনি ইউনিয়নবাসীর সু-স্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

(এসবি/এসপি/জানুয়ারি ০৮, ২০২২)