রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকৌশলী তাহাজ্জত হোসেন এর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দায়িত্ব অবহেলার অভিযোগ উঠেছে। লেবার কন্ট্রাক্ট সোসাইটি (এলসিএস) প্রকল্পের আওতায় উপজেলায় ৪৫ জন দুস্থ অসহায় মহিলা শ্রমিক নিয়োগ না দিয়ে গত দেড় বছরে প্রায় সাড়ে ৪০ লক্ষ টাকার আর্থিক সহায়তা হতে বঞ্চিত হয়েছে। এর ফলে এক দিকে যেমন অসহায় মহিলারা কাজ থেকে বঞ্চিত, অপরদিকে এলাকার রাস্তা-ঘাট সংস্কার না হবার কারণে এলাকাবাসীর দুর্ভোগ পোহাতে হচ্ছে। অপর দিকে সময় মতো নিয়োগ কার্যক্রম বাস্তবায়ন না করায় প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে। এতে বঞ্চিত হয়েছে উপজেলার অসহায় নারী শ্রমিকগণ।

সংশ্লিষ্ট সূত্র গুলো থেকে জানা যায়, সরকার গ্রামীণ দুস্থ অসহায় কর্মঠ মহিলাদের কর্মসংস্থানের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর লেবার কন্ট্রাক্ট সোসাইটি (এলসিএস) প্রকল্পের আওতায় গ্রামীণ কাঁচা-পাকা সড়কের মেরামত কাজ ও রক্ষনাবেক্ষনের জন্য মহিলা শ্রমিক নিয়োগ দেওয়া হয়। এরই অংশ হিসেবে বিগত অর্থ বছরের শুরুতে গাইবান্ধার সকল উপজেলায় এলসিএস প্রকল্পের আওতায় মহিলা শ্রমিক নিয়োগের নির্দেশনাসহ তাগাদাপত্র প্রেরণ করেন গাইবান্ধা জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর অফিস। সেই মোতাবেক জেলার সকল উপজেলায় এলসিএস প্রকল্পে মহিলা শ্রমিক নিয়োগ দিয়ে বিভিন্ন সড়কের মেরামত কাজ সম্পন্ন করে। নিয়োগকৃত মহিলা শ্রমিকদের প্রতি মাসে ৭ হাজার ৫’শ টাকা ভাতা দেওয়ার কথা থাকলেও প্রকৌশলী তাহাজ্জত হোসেন অজ্ঞাত কারণে গত বছরে পলাশবাড়ী উপজেলায় ৪৫ জন মহিলা শ্রমিক নিয়োগ দেননি। এই ৪৫ জন শ্রমিক নিয়োগ না দেওয়ার কারণে এলজিইডি’এর অধীনে থাকা অধিকাংশ কাঁচা-পাকা সড়কের মেরামত কাজ একেবারেই হয়নি। এমন নির্দেশনা পাওয়ার পরে নানা অজুহাত দেখিয়ে নিয়োগ কার্যক্রম বাস্তবায়ন না হওয়ায় গত বছরের প্রকল্প নতুন বছরে এসে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে। এতে বঞ্চিত হয়েছে উপজেলার নারী শ্রমিকগণ।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী তাহাজ্জত হোসেন বলেন, নানা জটিলতায় শ্রমিক নিয়োগ না দেওয়া হয়নি, যেহেতু এক বছরের প্রকল্প এতে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে। আবার নতুন করে ঢাকায় সংশ্লিষ্ট অফিসে আবেদন করে জানা যাবে পরবর্তীতে নিয়োগ প্রদান করা হবে কিনা। গত বছরে উক্ত প্রকল্পের নিয়োগ না করায় শ্রমিকদের ক্ষতি হয়েছে কিনা না এমন প্রশ্নের জবাবে প্রকৌশলী জানান, স্থানীয়রা যদি জটিলতা সৃষ্টি করে তো আমার করার কি আছে।

পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ জানান, এলসিএস প্রকল্পে নারী শ্রমিক নিয়োগের বিষয়টি আমাকে অবগত করাই হয়নি। তবে নিয়োগ দেওয়া খুব জরুরী বলে আমি মনে করি। যাতে গ্রামের রাস্তা-ঘাট গুলোর উন্নয়ন হয়।

গতবছর প্রকল্পের শ্রমিক নিয়োগ না হওয়ায় শ্রমিকগণ বঞ্চিত হয়েছে এ দায় কার জানতে চাইলে এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন জানান, বিষয়টি দুঃখজনক উক্ত প্রকল্পের নিয়োগ বাস্তবায়ন না হওয়ায় এর দায় উপজেলা প্রকৌশলী অফিসের কারণ এটা তারা দেখভাল করে থাকেন।

স্থানীয় সচেতন মহল ও বঞ্চিত একাধিক নারী শ্রমিকগণ বলেন, উক্ত প্রকল্পের নিয়োগ কার্যক্রম বাস্তবায়ন না করায় স্থানীয় জনগণ যেমন র্দূভোগ পোহাতে হয়েছে তেমনি নিয়োগ না পাওয়া প্রাপ্ত সুবিধা হতে বঞ্চিত হয়েছে নারী শ্রমিকগণ। উক্ত প্রকল্পের নিয়োগ কার্যক্রম বাস্তবায়ন না হওয়ার পিছনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা জড়িত বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

(আর/এসপি/জানুয়ারি ০৯, ২০২২)