কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় রাতের আঁধারে এক দরিদ্র কৃষকের গোয়াল ঘর থেকে গরু ধরে নিয়ে ধান ক্ষেতে ফেলে নির্মমভাবে কুপিয়ে ক্ষতবিক্ষত করে হত্যা করে চার পা ও মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামে রবিবার ভোর রাতে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করেছে ।

রবিবার সকালে ধান ক্ষেতে ছড়ানো ছিটানো রক্ত ও গরুর শরীরের খন্ডবিখন্ড অংশ পড়ে থাকতে দেখে শতশত মানুষ জড়ো হয়। নির্মমভাবে এ পশুকে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

কৃষক মনিরুল ইসলাম বয়াতী অভিযোগ করেন, গত টিয়াখালী ইউপি নির্বাচনে তিনি নৌকা প্রতীকের সমর্থক ছিলেন। এ কারনে প্রতিপক্ষরা তাকে হত্যার জন্য এসে না পেয়ে গরুর উপর এমন বর্বরতা চালায়। এ ঘটনায় রবিবার সন্ধায় খালেক খান, মিজানুর রহমান খান, রায়হান খান, মোহাম্মদ আলী তালুকদার, বারেক ঘরামীসহ ১৬ জনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় অভিযোগ দাখিল করেছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম জানান, তারা পশু হত্যার খবর পেয়ে সকালেই পুলিশ সরেজমিন গিয়ে তদন্ত শুরু করেছে। একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হবে।

(এমকেআর/এএস/ ডিসেম্বর ৯, ২০২২)