স্টাফ রিপোর্টার : সুনির্দিষ্ট আন্দোলন কর্মসূচি প্রণয়ন ও ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট করাসহ বেশ কিছু দাবিতে ২০ দলীয় জোট নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিনদিনের আল্টিমেটাম দিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।

শনিবার বেলা পৌনে ১২টায় রাজধানীর রাজমনি ঈশাখাঁ হোটেলে সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন এনডিপির মহাসচিব (বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি) আলমগীর মজুমদার।

সংবাদ সম্মেলনে নির্দিষ্ট সময়ের মধ্যে এই দাবি মেনে নেওয়া না হলে জোট থেকে বেরিয়ে বিকল্প রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দেবেন বলে জানান আলমগীর মজুমদার।

এ সময় ধর্মভিত্তিক ইসলামী রাজনীতি নিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যেরও প্রতিবাদ জানান তিনি।

আলমগীর মজুমদার বলেন, শুক্রবার জাতীয় নির্বাহী কমিটির সভায় তাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজাকে দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে প্রেসিডিয়াম সদস্য আলী নূর রহমান খান সাজুকে।

এ সময় ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সভাপতি শেখ শওকত হোসেন নিলু, মহাসচিব আব্দুল হাই মন্ডল, জোট ত্যাগী ন্যাপ ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক, এনডিপির প্রেসিডয়াম সদস্য তপন খান, মাহবুবুল আলম ফারুক, এ আর এম জাফরুল্লাহ চৌধুরী ও আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ২০, ২০১৪)