সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১৪ নং মোজাফরপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ জাকির আলম মাষ্টার বলেছেন, আপনাদের ভোট ও ভালোবাসার কাছে চিরঋণী। তিনি বলেন, নির্বাচনের আগে নৌকার ভোট সংগ্রহ করতে আপনারা যে কষ্ট করেছেন, রক্ত দিয়েছেন সে ঋণ কোনদিনই শোধ করতে পারবনা। তবে আপনাদের সঙ্গে কোন বেইমানি করবনা। সুখে দুখে আপনাদের পাশেই থাকব।

তিনি আরো বলেন, এলাকার রাস্তা ঘাটের উন্নয়নে আপনাদের যে সকল দাবী রয়েছে, সে সকল দাবী পূরণ করার জন্য আমি প্রিয় জননেতা অসীম কুমার উকিল এম.পি ও বাংলাদেশ যুব মহিলালীগের সাধারন সম্পাদক সাবেক এম.পি অধ্যাপক অপু উকিল সহ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা ও সাধারন সম্পাদক পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞার নিকট বিনীত ভাবে অনুরোধ করব তারা যেন জনগণের এই ভালোবাসার প্রতিদান হিসেবে রাস্তাঘাটের উন্নয়ন করে দেন।

মোজাফরপুর টু মামুদপুর পর্যন্ত যে ফসল রক্ষা বাঁধ নির্মান করা দরকার তা যেন দ্রুত বাস্তবায়ন হয় সেজন্য আজ এই সমাবেশ থেকে আমি তাদের দৃষ্টি আকর্ষন করছি। তিনি বলেন, ১, ২, ৩ নং ওয়ার্ড বাসীর কষ্ট লাঘবে ওই এলাকায় সপ্তাহে আমি ২ দিন অফিস করব। আমি শুধু একটি গ্রামের চেয়ারম্যান নই সারা ইউনিয়নের মানুষে চেয়ারম্যান হিসেবে সেবক হয়ে কাজ করতে চাই।

বিপুল ভোটের ব্যবধানের নৌকার মার্কার বিজয়ে মোজাফরপুর ইউনিয়নবাসীর উদ্যোগে সোমবার দুপুরে এক বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি মোজাফরপুর গ্রাম থেকে শুরু করে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে এসে মিলিত হয়। প্রায় ৫ কিলোমিটার রাস্তা ঘুরে মিছিলটি আবার নয়াপাড়া চৌকিধারা মাদ্রাসা প্রাঙ্গণে সমাবেশ করে।

সমাবেশের শুরুতেই স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ ভূঞা (হাজী লিটন), ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ দিদারুল ইসলাম, অ্যামেরিকা প্রবাসী লুৎফুর রহমান আলী (বাবুল), ২ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল হাই মাষ্টার ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ফজলুল হক প্রমুখ।

(এসবি/এসপি/জানুয়ারি ১০, ২০২২)