আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফেরার পথে মাওবাদী হামলায় ৫ পুলিশসহ ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন।

ঝাড়খন্ড প্রদেশের দুমরা জেলার আসনাঝর গ্রামের শিকারিপাড়া পুলিশ স্টেশনের কাছে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় হামলার এ ঘটনা ঘটে। মাওবাদীদের পেতে রাখা বোমা তাদের বহনকারী বাসে বিস্ফোরিত হয় বলে জানা গেছে।

ঝাড়খন্ড পুলিশের মুখপাত্র অনুরাগ গুপ্ত জানান, হতাহতরা নির্বাচনী দায়িত্ব পালন শেষে পুলিশ স্টেশনে ফিরছিলেন। তাদের বহনকারী বাসটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে বলেও জানান তিনি।

নবম ধাপের লোকসভা নির্বাচনে এ নিয়ে দ্বিতীয়বার মাওবাদীরা নির্বাচনী দায়িত্বরত কর্মীদের ওপর হামলা চালালো। এর আগে ১২ এপ্রিল নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে ছত্তিশগড়ে নিরাপত্তাকর্মী ও নির্বাচনী কর্মকর্তাদের ওপর মাওবাদী হামলায় ১৩ জন নিহত হন। সূত্র : এনডিটিভি

(ওএস/এইচআর/এপ্রিল ২৫, ০১৪)