আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে সান্তাহার পৌর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বেলা ১০ টায় সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের
সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এসএম জাহিদুর বারীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ, জাহিদ আহসান পিয়াল, সাংগঠনিক সুমিনুল ইসলাম, কাউন্সিলর হুমায়ন কবির বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ হোসেন চন্দন, সান্তাহার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগ নেতা মনোয়ার জাহিদ রোকন, ছাত্রলীগ নেতা আরেফিন খান তনু প্রমূখ।

আলোচনার সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে সান্তাহার ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ছাতনী দলীয় কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সান্তাহার ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারন সম্পাদক আবুল কালাম আজাদসহ অন্যান নেতৃবৃন্দরা।

(এস/এসপি/জানুয়ারি ১০, ২০২২)