চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর শাহী মসজিদ মোড়ে অধ্যক্ষ মোজাম্মেল হক সমাজী পাবলিক লাইব্রেরীতে শুক্রবার সন্ধ্যায় কৃতি মেধাবী ছাত্রী সোনিয়াকে ‘অধ্যক্ষ সমাজী শিক্ষা বৃত্তি’ প্রদান করা হয়েছে ।

শিক্ষা বৃত্তি প্রদান করেন মরহুম সমাজীর স্ত্রী বেগম রোকেয়া হক সমাজী। তিনি স্বামীর মুক্তিযোদ্ধা ভাতার নগদ চল্লিশ হাজার টাকা অধ্যক্ষ সমাজী শিক্ষা বৃত্তি তহবিলে প্রদান করেছেন।

এসময় বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, প্রকৌশলী মমিন মজিবুল হক টুটুল সমাজী, সাংবাদিক সিদ্দিক আলম সবুজ, প্রভাষক ইকবাল কবীর রঞ্জু, মোহাম্মদ আলী জিন্নাহ, অধ্যাপক মোতাহার হোসেন, নুরুল ইসলাম, অধ্যক্ষ মিজানুর রহমান, অধ্যাপক মনোয়ার হোসেন চৌধুরী, আওয়ামী লীগ নেতা ময়না খান, নারী নেত্রী হাসি খাতুন প্রমূখ।

মেধাবী ছাত্রী সোনিয়ার পক্ষে বৃত্তির নগদ ৫ হাজার টাকা গ্রহন করেন চাটমোহর মহিলা কলেজের অধ্যাপক মোতাহার হোসেন। দরিদ্র কৃতি শিক্ষার্থী সোনিয়া এবছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে চাটমোহর মহিলা কলেজের প্রথম বর্ষে অধ্যয়নরত ।

উল্লেখ্য, অধ্যক্ষ মোজাম্মেল হক সমাজীর স্ত্রী বেগম রোকেয়া সমাজী তার স্বামীর মুক্তিযোদ্ধা ভাতার নগদ চল্লিশ হাজার টাকা অধ্যক্ষ মোজাম্মেল হক সমাজী পাবলিক লাইব্রেরীর শিক্ষা বৃত্তি তহবিলে প্রদান করেন।

(এসএইচএম/এএস/সেপ্টেম্বর ২০, ২০১৪ )