অান্তর্জাতিক ডেস্ক : ভারতীয় একটি টেলিভিশন চ্যানেল দেশটির ইতিহাসে প্রথমবারের মতো প্যাডমিনি প্রকাশ (৩১) নামে একজন ট্রান্স-লিঙ্গকে (হিজড়া) নিউজ প্রেজেন্টার হিসেবে নিয়োগ দিয়েছেন।

নিয়োগের ৫ মাস পর দেশটির একটি আদালত ট্রান্স লিঙ্গকে আইনগত তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচিতি দেয়ার জন্য রুল জারি করেন।

এ প্রসঙ্গে প্যাডমিনি প্রকাশ বলেন, তামিল নাডু রাজ্যের লোটাস নিউজে কাজ করতে পেরে তিনি আনন্দিত। জীবনে তিনি প্রচুর বৈষম্যের মুখোমুখি হয়েছেন। এমনকি পরিবারও তার থেকে মুখ ফিরিয়ে নেয়।

প্রকাশ আরো বলেন, ‘আমি খুবই ভীত ছিলাম কারণ বাচনভঙ্গির ওপর আমাকে নজর দিতে হয়েছিল, যাতে আমার পড়া খবর দর্শক-শ্রোতারা বুঝতে পারেন।’ নিউজ চ্যানেলে যোগ দেয়ার আগে প্রকাশ নাচ এবং অভিনয়শিল্পী হিসেবে কাজ করতেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, রয়টার্স

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ২০, ২০১৪)