স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে শুরুর অর্ধেক ভালো কাটেনি ম্যানচেস্টার ইউনাইটেডের। লিগের ১৯ ম্যাচ শেষে মাত্র ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে রয়েছে রেড ডেভিলরা। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে (২১ ম্যাচে ৫৩) তাদের ব্যবধান ২২ পয়েন্টের।

নিজ দলের এই অবস্থান নিয়ে একদমই সন্তুষ্ট নন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। মৌসুম শেষে সেরা তিনের বাইরে অন্য কিছু মানতে রাজি নন ইউনাইটেডের এ সবচেয়ে বড় তারকা। নতুন বছরে দলকে নিয়ে নতুন করে এগুনোর আশা রোনালদোর।

স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘প্রিমিয়ার লিগে সেরা তিনের বাইরে থাকার মানসিকতা আমি মানি না। আমি ভালো বিষয় গড়ার পক্ষে। এটি করার পথে কিছু সময় আপনাকে ভাঙতেও হবে। তাই এ নতুন বছরেই কেনো নয়? আশা করবো ইউনাইটেড সেই পর্যায়ে যাবে, যেখানে দর্শকরা চায়।’

রোনালদো আরও যোগ করেন, ‘আমরা অবস্থা বদলাতে সামর্থ্যবান। আমি সেই উপায়ও জানি। তবে এখানে বলতে চাচ্ছি না। কারণ আমার অবস্থান থেকে এটা বলা ঠিক হবে না। আমি শুধু বলতে পারি যে আমাদের আরও ভালো হতে হবে। যা সবার জন্যই গুরুত্বপূর্ণ।’

(ওএস/এসপি/জানুয়ারি ১৩, ২০২২)