স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনির্বাচিত ও অবৈধ আখ্যা দিয়ে তাকে যুক্তরাষ্ট্রে অবাঞ্ছিত ঘোষণা করেছে জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাষ্ট্র শাখা।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আসার আগেই স্থানীয় সময় শুক্রবার বিকেলে নিউইয়র্কে সংস্থাটির দপ্তরের সামনে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, গত ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মধ্যদিয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন। তাই তাকে জাতিসংঘে আসতে দেয়া হবে না। যুক্তরাষ্ট্রের যেখানে শেখ হাসিনা যাবেন সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।

সমাবেশে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা ডা. মজিবুর রহমান।

ডা. মজিবুর রহমান বলেন, ‘অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চলতি অধিবেশন থেকে বাদ দেয়ার জন্য জাতিসংঘ মহাসচিবের বরাবরে একটি স্মারকলিপি দেয়া হয়েছে।’

সমাবেশ উপস্থিত হতে না পেরে সমাবেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সম্পাদক সম্পাদক জিল্লুর রহমান জিল্লু।

উল্লেখ্য, আগামী ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ২০, ২০১৪)