আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : মাত্র ১০ দিন আগে করোনায় আক্রান্ত ও শানাক্তের সংখ্যায় শুণ্যের কোঠায় থাকা বরিশাল বিভাগে হঠাত করে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। গত কয়েক দিনে গড় হিসেবে দৈনিক আট থেকে ১০ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হচ্ছেন।

এমনকি মঙ্গলবার করোনার উপসর্গ নিয়ে দক্ষিণাঞ্চলের সর্ববৃহত চিকিৎসা সেবা প্রতিষ্ঠান বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত ১১ দফা বিধি নিষেধ কঠোরভাবে পালন করতে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অন্যথায় একমাত্র অসচেতনতার কারণে বরিশালের জন্য আবারও ভয়াবহ রূপ নিতে পারে করোনা।

বৃহস্পতিবার সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের পরিসংখ্যানে জানা গেছে, নতুন বছরের শুরুতে ১ জানুয়ারি বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত ও শনাক্তের সংখ্যা ছিলো শুণ। ওইদিন করোনার নমুনা পরীক্ষা হলেও কেউ আক্রান্ত শনাক্ত হয়নি। এর আগের দিনেও শনাক্তের সংখ্যা একই ছিলো। এরপর থেকেই শনাক্তের সংখ্যা বাড়তে থাকে। এখন দৈনিক আক্রান্তের হার সর্বনিন্ম তিন থেকে ১০ জন পর্যন্ত। সবশেষ ১০ জানুয়ারি নয়জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৪০০ জন। যারমধ্যে ৪৪ হাজার ৫৮১ জন সুস্থতা লাভ করেছেন। আর মৃত্যুর সংখ্যা ৬৭৯ জনেই রয়েছে।

শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডের তথ্যানুযায়ী, গত ১০ জানুয়ারি করোনা ইউনিটে উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত হতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। সর্বশেষ করোনায় আক্রান্তদের মধ্যে রয়েছেন, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন ও একই উপজেলার হরিসেনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফারিহা বিনতে আজিজ।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোঃ হুমায়ুন শাহীন বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এটা এখনো ভয়াবহ রূপ নেয়নি। সংক্রমণের হার বৃদ্ধির আগেই সবাইকে নিয়মিত মাস্ক পড়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি সঠিকভাবে পালন করতে হবে। পাশাপাশি যারা এখনো করোনা প্রতিরোধের টিকা গ্রহণ করেননি বা যারা টিকার ডোজ সম্পন্ন করেছেন তাদের বুস্টার ডোজ গ্রহণের জন্য তিনি পরামর্শ দিয়েছেন।

(টিবি/এসপি/জানুয়ারি ১৩, ২০২২)