বাগেরহাট প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যবরনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক অধ্যাপক ও জাতীয় যাদুঘরের সাবেক মহাপরিচালক বরেণ্য চিত্রশিল্পী মাহমুদুল হকের নামাজে জানাযা সম্পন্ন হয়েছে। বৃহস্পিবার দুপুরে বরেণ্য এই চিত্রশিল্পীর গ্রামের বাড়ী বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

নামাজে জানাযায় রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন, 'আমাদের গ্রাম' প্রকল্পের পরিচালক রেজা সেলিম, উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনসহ প্রাসনের সর্বস্তরের মানুষ অংশ নেয়।

বুুুধবার রাতে করোনা সংক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরন করেন শিক্ষাবীদ ও আর্ন্তজাতিক শিকৃতীপ্রাপ্ত এই চিত্রশিল্পী। মৃতুকালে তার বয়েস হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক পুুুত্র ও এক কন্যাসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

(এসএকে/এসপি/জানুয়ারি ১৩, ২০২২)