উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : ‘তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ’ স্লোগানে এগিয়ে চলেছে ‘গোড়াই ব্লাড ব্যাংক’ নামে মানবসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন। মানুষকে রক্তদানে আগ্রহী করতে গত ১৩ জানুয়ারি গোড়াই ব্লাড ব্যাংকের ‘ফ্রি ব্লাড গ্রুপ টেস্টিং’র দ্বিতীয় প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই ব্লাড ব্যাংকের প্রত্যেক স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমে প্রায় তিন মাসের মধ্য ১১০ জনের অধিক মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছে সংগঠনটি। সংগঠনটির সাথে ব্যাংক কথাটি যুক্ত থাকলেও এখানে কোনো ধরনের অর্থের বিনিময় ঘটে না। সংগঠনটি নিজস্ব অর্থায়নে রক্তদাতাদের যাতায়াতের ব্যবস্থা করে থাকে।

সংগঠনটি জনায়, রক্তের অভাবে যেনো একটি প্রাণও ঝরে না যায় সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি । ‘গোড়াই ব্লাড ব্যাংক’ অর্থাৎ আমাদের মূল লক্ষ্য শুধু মাত্র এক ব্যাগ রক্ত দান করে মানুষকে সাহায্য করা নয় বরং সেই সাথে মানুষকে সচেতন করে গড়ে তোলা।

(এসপি/এসপি/জানুয়ারি ১৫, ২০২২)