চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা এলাকায় নিষিদ্ধ পাখি শিকারের দায়ে শুক্রবার বিকেলে আমিরুল ইসলাম (১৯) নামের এক যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শিকারি আমিরুল উপজেলার গুনাইগাছা ইউনিয়নের সোহারপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন প্রামানিকের ছেলে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম।

জানা যায়, উপজেলার গুনাইগাছা এলাকায় এয়ারগান (একনলা) দিয়ে পাখি শিকার করছিলো আমিরুল ইসলাম। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আটক তাকে শিকার করা ৫টি পাখিসহ আটক করে। এরমধ্যে ছিলো বক ও ঘুঘু।
পরে শিকার করা পাখি ও একনলা এয়ারগানসহ শিকারি আমিরুল ভ্রাম্যমান আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম তাকে পাখি নিধনের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পায় আমিরুল।

থানার এসআই সুব্রত কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

(এসএইচএম/এএস/জানুয়ারি ১৫, ২০২২)