নওগাঁ প্রতিনিধি : সরকারের সকল প্রকার বিধিনিষেধ উপেক্ষা করে নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রাম ঐতিহ্যবাহি শীতাতলার মেলা চালানো হচ্ছে পেশীশক্তির বলে। তারা প্রশাসনের বাধাও মানছে না। স্থানীয় সিরাজুল ইসলাম নামে এক মুক্তিযোদ্ধা ওই মেলা কমিটির সভাপতি হয়ে স্থানীয় প্রশাসনের বিভিন্ন মহলকে আর্থিকভাবে ম্যানেজ করে এই অবৈধ মেলা চালিয়ে যাচ্ছেন বলে বলাবলি করছেন লোকজন। মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, এটি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় মেলা। 

প্রকৃত পক্ষে খোঁজ নিয়ে জানা যায়, আগে মেলাটি হিন্দু সম্প্রদায়ের পৌষ পার্বনের মেলা নামে পরিচিত ছিল। কিন্তু ওই মেলার সঙ্গে ধর্মীয় কোন যোগাযোগ নেই। বিষয়টি জানতে পেরে আত্রাইয়ের ইউএনও শুক্রবার বিকেলে মেলার প্রথমদিন মেলাটি ভেঙ্গে দেন এবং জরিমানা করেন। কিন্তু আয়োজকরা শনিবার থেকে আবারো মেলা পুরোদমে চালু করে পরবর্তী ৭ দিনের জন্য। রবিবার মহাদাপটে চলেছে মেলা। মেলাটি হিন্দুদের ধর্মীয় উৎসব বলা হলেও প্রকৃত পক্ষে এর সঙ্গে কোন হিন্দু জড়িত নেই। মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম জানান, থানার ওসির অনুমতি নিয়েই মেলাটি চালানো হচ্ছে। বিষয়টি এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে। তবে ওসি বিষয়টি অস্বীকার করেছেন।

(বিএস/এসপি/জানুয়ারি ১৬, ২০২২)