এস কে সুলতান, আশুলিয়া : সাভারের বিরুলিয়া ইউনিয়নের আশ্রয়ন প্রকল্প সমাজের অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (১৬ জানুয়ারি) বিকেল সাদুল্যাপুর আশ্রয়ণ প্রকল্প প্রায় দুই শতাধিক অসহায় মানুষের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করেন সাভার উপজলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান রাশেদ।

এদিকে বিরুলিয়া ইউনিয়নের সাদুল্যাপুর গোলাপ গ্রামের অসহায় ও দুস্থরা বিনামুল্য দুর্যোগ সহনীয় ঘর পাচ্ছেন এবার। এখানে দ্রুত গতিতে ঘর গুলো শক্ত ও মজবুত ভাবে নির্মাণ করা হচ্ছে। বিনামুল্য ঘর পাওয়ায় খুশি এখানকার মানুষেরা। বিকালে ঘর গুলোর নির্মাণ কাজ পরিদর্শন কর আশ্রয়ণ প্রকল্প ঘুরে ঘুরে সেখানকার বাসিদাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন তিনি। তৃতীয় পর্যায়ে এবার সাভার উপজেলায় ২০২১-২২ অর্থ বছর ১২০টি দুর্যোগ সহনীয় ঘর বরাদ্দ পাওয়ায় যায়। প্রতিটি ঘরর খরচ ধরা হয়েছে দুই লক্ষ ৪০ হাজার টাকা। ঘরগুলা দ্রুত গতিতে বিরুলিয়া ও শিমুলিয়া ইউনিয়ন নির্মিত হচ্ছে। এছাড়া সাভার উপজলার বিভিন ইউনিয়নর মুক্তিযোদ্ধাদের জন্য ১১ টি ঘর বরাদ্দ পাওয়া গেছে সেগুলোর কাজ ও দ্রুত গতিতে চলছে বলে জানিয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রাশেদ।

(এসকে/এসপি/জানুয়ারি ১৬, ২০২২)