সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : যানজট মুক্ত কুলিয়ারচর ও দিনের বেলা বাজারের ভিতর ইট-বালির ট্রাক প্রবেশ বন্ধে কুলিয়ারচর বাজার ব্যবসায়ীরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে।

আজ সোমবার দুপুর একটায় কুলিয়ারচর বাজার মোড়ে “বাজার বাঁচাও, কুলিয়ারচর বাঁচাও” এবং “কার্যকরী পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে যানজট মুক্ত কুলিয়ারচর চাই” দাবিতে ব্যবসায়ীরা মানববন্ধন করেন। পরে মানববন্ধনটি বিক্ষোভ মিছিল আকারে কুলিয়ারচর উপজেলায় গিয়ে উপজেলা নির্বাহী অফিসার, কুলিয়ারচর পৌর মেয়র, কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।

ব্যবসায়ীরা বলেন, কুলিয়ারচর বাজারের ভিতরের রাস্তা দিয়ে প্রতিদিন ইট, বালি, পাথর, বহনকারী ঝুঁকিপূর্ণ পরিবহন ‘ইছার মাথা’ নামক ট্রাকের চলাচলের কারণে, দিনব্যাপি তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়া এসব ট্রাকের বেপরোয়া চলাচলের কারণে প্রতিদিন দুর্ঘটনাসহ, এসব ট্রাকে বহনকৃত বালিকণা বাতাসে উড়ে ও রাস্তায় পড়ে দোকানপাটসহ রাস্তাঘাট সয়লাব হয়ে থাকে। এতে পথচারীসহ ক্রেতা-বিক্রেতা ও দোকানধারগণ প্রতিনিয়ত ধুলোবালি জনিত রোগে আক্রান্ত হচ্ছে।

ব্যবসায়ীরা বলেন, সর্বপুরি এসব পরিবহনের এহেন অত্যাচারে বাজার ব্যবস্থাপনা সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে। এসব ট্রাকের কারণে কুলিয়ারচর বাজারে আগত সাধারণ ক্রেতা-বিক্রেতাগণ দিন দিন বাজার বিমূখ হয়ে পড়ছে এবং বাজার ব্যবসায়ীগণ ব্যবসায়িকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ অবস্থা যদি দীর্ঘদিন চলতে থাকে আগামীতে কুলিয়ারচর বাজার ব্যবসা প্রাণ হারাবে। তাই কুলিয়ারচর বাজার বাঁচাতে, বাজার ব্যবসায়ীবৃন্দ নিরুপায় হয়ে এই মানববন্ধন আয়োজন করে।

(এসএস/এসপি/জানুয়ারি ১৭, ২০২২)