ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ইয়াসিন আলী (৩০) নামের একজন নিহত হন।

সোমবার দুপুরে রুহিয়ার মহেশপুর হতে ঠাকুরগাঁও আসার পথে আখাননগর ইউনিয়নের ঝাপড়তলা নামক জায়গায় এই দূর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আলী কানিকশাগাঁও গ্রামের শরীফ উদ্দিনের ছেলে।

রুহিয়া থানার ওসি(তদন্ত) শহিদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(এফআর/এসপি/জানুয়ারি ১৭, ২০২২)