বরগুনা প্রতিনিধি : বরগুনায় হিন্দুদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজার সকল প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে। এবারে সমগ্র জেলা জুড়ে ১৩৯ টি মণ্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে দূর্গা পূজা। প্রতিটি মণ্ডপে এখন চলছে প্রতিমায় রং আর মণ্ডপ সজ্জার কাজ।

শনিবার ভোরে মহালয়ার মধ্য দিয়ে শারদদেবী শশুরালয় থেকে পিত্রালয়ে আসার মধ্যদিয়ে শুরু হয় পূজার প্রকৃত আমেজ। বরগুনার ১৩৯ টি মণ্ডপের মধ্যে বরগুনা সদরে ৩০টি, বামনায় ১৩টি পাথরঘাটায় ৪২টি বেতাগীতে ৩০টি আমতলীতে ১২টি তালতলীতে ৯টি পূজা মণ্ডপে ধুমধাম করে আয়োজন করছে শারদীয় দূর্গা পূজার।

আগামী ৩০ সেপ্টেম্বর দেবীর বোধন ও ষষ্ঠীর মধ্য দিয়ে দেশব্যাপী লাখ লাখ হিন্দু ধর্মালম্বীরা নানা আয়োজনে ৫দিন দেবী দূর্গার প্রার্থনা করবেন।

(এমএইচ/এএস/সেপ্টেম্বর ২০, ২০১৪ )