স্টাফ রিপোর্টার, গাজীপুর : বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচার (বাগ) এর উদ্যোগে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এর অর্থায়নে “ÒCapacity Building of Some Field Level Extension Workers of DAE, DoF, DLS and Progressive Farmers of Bangladesh” শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত দুই দিন ব্যাপী (১৭-১৮ জানুয়ারি)-এ প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

সোমবার (১৭ জানুয়ারি) সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর মহাপরিচালক ড. দেবাশীষ সরকার অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), গাজীপুরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এ প্রশিক্ষক প্রশিক্ষণে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিসেফ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. মো. জয়নুল আবেদিন।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. অপূর্ব কান্তি চৌধুরী, ডিএই’র সরেজমিন উইং এর ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ মো. রফিকুল আমিন, ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক বশির আহমেদ সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএই’র সম্প্রসারণ কৃষি কর্মকর্তা ও প্রকল্পের ফোকাল পয়েন্ট কর্মকর্তা আব্দুল কাইয়ুম মজুমদার।

বারি’র উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সবজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আবু তাহের মাসুদ প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন।

কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মনিরুল ইসলাম, কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মল কুমার দত্ত, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মৃত্তিকা ও পানি ব্যবস্থাপনা শাখার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহা. আতাউর রহমান, পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হাফিজুল হক খান উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন।

কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার বলেন, সকলের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেয়া বর্তমান সরকারের অন্যতম চ্যালেঞ্জ। বারি’র বিজ্ঞানীরা এই চ্যালেঞ্জ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষে অনেক প্রযুক্তি বারি’র বিজ্ঞানীরা উদ্বোধন করেছে।

আমাদের উদ্ভাবিত প্রযুক্তিসমূহ সাধারণত কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের মাধ্যমেই কৃষকের কাছে পৌঁছে থাকে। আমাদের উদ্ভাবিত অনেক প্রযুক্তি আছে যা এখনো কৃষকের কাছে পৌঁছায়নি। আমি আশা করি, এই প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে বারি উদ্ভাবিত প্রযুক্তি সমূহ কৃষকের কাছে পৌছে যাবে।

(এস/এসপি/জানুয়ারি ১৭, ২০২২)