মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে দেওভোগের শিশুবাগ স্কুলে ভোট কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর জয় অপর দিকে নারায়ণগঞ্জ-৪ সাংসদ শামীম ওসমান যে কেন্দ্রে ভোট প্রধান করেন সে কেন্দ্রে নৌকার পরাজয় হয়েছে।

রবিবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে দেওভোগের শিশুবাগ স্কুলের ভোট কেন্দ্রে আইভি ভোট প্রয়োগ করেন ও শেষ সময়ে শামীম ওসমান ভোট প্রয়োগ করে আদর্শ স্কুল কেন্দ্রে।

দেওভোগের শিশুবাগ স্কুলের ভোট কেন্দ্রে আইভি নৌকা প্রতিকে ভোট পেয়েছেন ৭৪৩ ও তার প্রতিন্দন্ধি প্রার্থী তৈমুর হাতি প্রতিকে পেয়েছে ৩৬৯ ভোট। অপর দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আদর্শ স্কুল কেন্দ্রে নৌকার পরাজয় হয়েছে। যেখানে ভোট দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সেই কেন্দ্রে নৌকার পরাজয় হয়েছে। কেন্দ্রে নৌকা পেয়েছে ৩৬২, হাতি পেয়েছে ৬৮০ ভোট।

নাসিক নির্বাচনে মোট ২৭টি ওয়ার্ডে ১৯২টি কেন্দ্রের ১ হাজার ৩৩৩ ভোটকক্ষে ভোটগ্রহণ চলছে। মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন। নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন এবং হিজড়া ভোটার রয়েছে ৪ জন। নাসিক নির্বাচনে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থী ছিলেন।

এবারই প্রথম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়েছে।

(ওএস/এসপি/জানুয়ারি ১৭, ২০২২)