রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ থেকে দেড় মণ গাঁজা জব্দ করেছে র‍্যাব। সেই সঙ্গে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটক দুই মাদক কারবারি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পশ্চিম পাইকপাড়া গ্রামের ধনু মিয়ার ছেলে আতিকুর রহমান শিপন (২৬) ও মেড্ডা গ্রামের কামাল মিয়ার ছেলে কামরুজ্জামান পিয়াস (২৫)।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে বায়জিদ আহমেদ নামে এক কার্গো থেকে এ গাঁজা জব্দ করা হয়।

বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।

তিনি আরও জানান, দুপুর সাড়ে ১২ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‍্যাব। এ সময় বায়জিদ আহমেদ নামে এক কার্গো থেকে ৬৭ কেজি গাঁজা জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য বিশ লাখ দশ হাজার টাকা।

সেই সঙ্গে গাঁজা বহনকারী কাভার্ড ভ্যান, নগদ এক হাজার একশ নব্বই টাকা, ২ টি ক্রেডিট কার্ড ও ২টি মোবাইল সেট (সীমসহ) জব্দ করা হয়।

আটক দুজনকে মেলান্দহ থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।

(আরআর/এসপি/জানুয়ারি ১৭, ২০২২)