রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃত, তেভাগা আন্দোলনের নেতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আজীবন বিল্পবী ওয়ার্কার্স পার্টির প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড অমল সেন এর ১৯ তম মৃত্যু বার্ষিকীতে সাতক্ষীরায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সোমবার বিকাল ৪টায় সাতক্ষীরা হোসেন মাকের্টের ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড মহিবুল্লাহ মোড়ল। প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য , জেলা পার্টির ইনচার্জ কমরেড মুস্তফা লুৎফুল্লাহ এমপি।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড ময়নুল হাসান, কমরেড আবেদুর রহমান, কমরেড স্বপন কুমার শীল, কমরেড অজিত কুমার রাজ বংশী প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা যুবমৈত্রীর সভাপতি শীব পদ গাইন, তালা উপজেলা ওয়ার্কার্স পার্টির সেক্রেটারী কমরেড হিরন্ময় মন্ডল, কলারোয়া উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড আব্দুর রউফ মাস্টার। সভার শুরুতেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তালা কলারোয়া- ১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ, জেলা ওয়ার্কার্স পার্টি, জাতীয় কৃষক সমিতি,যুবমৈত্রী, ছাত্রমৈত্রীর নেতৃবৃন্দ। প্রয়াত নেতার প্রতি ১ মিনিট দাড়িয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,

আন্তর্জাতিক সংগীত পরিবেশন করেন, ছাত্রমৈত্রী নেতা কণ্ঠ শিল্পী আসিফ নেওয়াজ। বক্তারা অমল সেনে অসমাপ্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জনগনের বিকল্প শক্তি গড়ে তোলার আহ্বান জানান এবং শ্রেণি সংগ্রাম, শ্রেণি আন্দোলন গড়ের তোলার আহ্বান জানান।

(আরকে/এসপি/জানুয়ারি ১৭, ২০২২)